অবৈধ সম্পদ অর্জন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

Looks like you've blocked notifications!
লুৎফুজ্জামান বাবর। পুরোনো ছবি : সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ শহিদুল ইসলামের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। সকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আতাউর রহমান সাক্ষ্য দিতে হাজির হলে বিচারক তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। এরপর সাক্ষ্য গ্রহণ শেষ না হলে বিচারক আগামী ১৪ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন।

আজ সাক্ষ্য গ্রহণের সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়। পরবর্তী সময়ে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৩ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। পরে একই বছরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি বিচারের জন্য বিশেষ জজ ৭ আদালতে বদলি হয়ে আসে।

সম্প্রতি ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। এ ছাড়া দশ ট্রাক অস্ত্র মামলাতেও বাবরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।