নেত্রী হতে চান যে অভিনেত্রীরা

Looks like you've blocked notifications!

নির্বাচনের বেশ আগে থেকেই রাজনীতিতে সরব ছিলেন চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের শিল্পীরা। সারা দেশে নির্বাচনী প্রচারে অংশও নেন তাঁরা। একাদশ জাতীয় নির্বাচনে এই তারকাদের অনেকেই মনোনয়ন চেয়েছিলেন, অনেকে পেয়ে সংসদ সদস্যও হয়েছেন। অনেকে আবার মনোনয়ন পাননি। যাঁরা পাননি, তেমন কয়েকজন নারী তারকা এবার চেষ্টা করছেন সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে। মনোনয়ন জমা দেননি, তেমন অভিনেত্রীও আছেন সংসদ সদস্য হওয়ার দৌড়ে। তাঁরা অভিনেত্রী থেকে এখন রাজনীতির মাঠে নেত্রী হতে চাইছেন।

এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সারাহ বেগম কবরী, সুজাতা, মৌসুমী, সুবর্ণা মুস্তাফা, অঞ্জনা, ফাল্গুনী হামিদ, অরুণা বিশ্বাস, দিলারা, রোকেয়া প্রাচী, শমী কায়সার, শাহনূর, তারিন, জ্যোতিকা জ্যোতি ও অপু বিশ্বাস।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার সকাল ১০টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস রহমানকে মনোনয়নপত্র দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বাবদ ৩০ হাজার টাকা নেওয়া হচ্ছে প্রতিজনের কাছ থেকে। উদ্বোধনের সময় ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। একাদশ জাতীয় সংসদে প্রাপ্ত ২৫৭ আসনের বিপরীতে একক দল হিসেবে ৪৩টি আসনে মনোনয়ন দিতে পারবে আওয়ামী লীগ। জাতীয় পার্টি চারটি, বিএনপি একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারেন।