ধামরাইয়ে অপহরণের ৪ দিন পর মিলল কাঠমিস্ত্রির লাশ

ঢাকার ধামরাই উপজেলায় অপহরণের চারদিন পর এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের চরসঙ্গুর থেকে কাঠমিস্ত্রি জ্যোতিষ মজুমদারের (৪৫) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি ধামরাইয়ের চর বড়দাইল এলাকার জ্যোতিষ মজুমদার সাভারের নামাবাজারে সদাই কিনতে এসে অপহৃত হন। পরে অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে মোবাইল ফোনে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা মুক্তিপণ দিতে সক্ষম হন। অপহরণকারীরা সাভারের নামাবাজারের একটি বিকাশের দোকান থেকে টাকাটা উঠিয়ে নেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এখলাস বলেন, অপহৃতের পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় অপহরণের একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল বুধবার রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঘাসেরচর গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের মূল হোতা রংমিস্ত্রি মোহাম্মদ হালিমকে (৩৫) আটক করে। পরে অপহরণকারীর তথ্য অনুযায়ী সকালে ধামরাইয়ের চরসঙ্গুরের একটি নদীর পাড়ের গর্ত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার মোহাম্মদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠালে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসআই এখলাস বলেন, এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে সাভারের কাতলাপুর থেকে এক যুবক ও একই সময়ে আশুলিয়ার বাইদগাঁও থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নামপরিচয় জানা যায়নি।