ঝালকাঠিতে ১৫০ কেজি ইলিশ জব্ধ, তিন জেলের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
ঝালকাঠিতে মা ইলিশ ধরার অভিযোগে আটক তিন জেলে। ছবি : এনটিভি

প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ঝালকাঠির সুগন্ধা নদীতে চলছে ইলিশ শিকারের মহোৎসব। আজ বুধবার সকালে অভিযান চালিয়ে সুগন্ধা নদী থেকে ৩৫ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ১৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ সময় পাঁচ জেলেকে আটক করা হয়েছে।

আটক জেলেদের মধ্যে তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসান এ দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশ পাওয়া জেলেরা হলেন রাকিব মাঝি, বাদল হাওলাদার ও আনোয়ার হোসেন।

জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম জানান, আজ সকালে জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়–য়ার নেতৃত্বে তিনটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান শেষে দুপুরে জব্দ করা কারেন্ট জাল শহরের পুরান কলেজ খেয়াঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য বিভাগ ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ঘোষণা করেছে। এ সময় ইলিশ মাছ ধরাসহ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।