মৃত্যুবার্ষিকীতে কমরেড অমল সেনকে স্মরণ

Looks like you've blocked notifications!
আজ শুক্রবার নড়াইল-যশোরের সীমান্তবর্তী বাঁকড়ী গ্রামে ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ছবি : এনটিভি

মুক্তিযুদ্ধ ও তেভাগা আন্দোলনের সংগঠক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

এ উপলক্ষে আজ শুক্রবার নড়াইল-যশোরের সীমান্তবর্তী বাঁকড়ী গ্রামে ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে দুদিনব্যাপী অমল সেন স্মরণমেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সেখানে কমরেড অমল সেনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবীর জাহিদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, নড়াইল-২ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

দিনটি উপলক্ষে আয়োজন করা হয় কৃষক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি, গণসংগীত, গণনাটক ও গণসংগ্রামভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর। এ ছাড়া আজ মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে লোকজ মেলা।

কমরেড অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়ার প্রখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।