প্রধানমন্ত্রী কাল ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বলবেন : কাদের

Looks like you've blocked notifications!
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের শেষ মুহূর্তের কাজ পরিদর্শন করতে গিয়ে আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় উদযাপন করতে আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে বিজয় সমাবেশ। এই সমাবেশটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ওবায়দুল কাদের।

আগামীকাল দুপুরে আয়োজিত এই সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশস্থলে নৌকা আকৃতির বিশাল মঞ্চ তৈরির পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশে আওয়ামী লীগসহ মহাজোটের শরিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী ও নানা শ্রেণির মানুষ অংশ নেবেন।

সমাবেশে উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দলীয় নেতাকর্মীদের নানা দিকনির্দেশনাও দেবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আগামীকাল সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের নেতাকর্মীদের তাঁদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেবেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলবেন। তা ছাড়া তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে জোরদার করতে বলবেন।’

বিজয় সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও চারপাশের এলাকায় ব্যানার-ফেস্টুনে তুলে ধরা হয়েছে সরকারের নানা উন্নয়নের চিত্র। এ ছাড়া রাজধানীর সড়কগুলোতেও করা হয়েছে বর্ণিল সাজ। এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল ঢাকার সব রাস্তাই মিলে যাবে সোহরাওয়ার্দীর জনসমুদ্রে। এটি সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।’

সমাবেশ শুরু হবে আগামীকাল দুপুর আড়াইটায়। তবে প্রবেশ গেট খোলা হবে সকাল ১১টায়। আর দুপুর ১২টা থেকে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংলাপের প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী গণভবনে কবে শুভেচ্ছা বিনিময় করবেন, তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।’

উপজেলা নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কাউকে জোর করে জাতীয় নির্বাচনেও ডেকে আনিনি, এখানেও কাউকে জোর করে আনার এজেন্ডা আমাদের নেই। আমরা তাদের অনুরোধও করব না, উপরোধও করব না। জোর করে টেনেও আনব না এবং তাদের দাওয়াতও করব না।’