অভিনেতা তানভীর হাসানের অকালপ্রয়াণ

Looks like you've blocked notifications!

নাট্যকেন্দ্রের সদস্য, অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা তানভীর হাসান ওসমানী আজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১০টায় উত্তরায় বোনের বাসায় হ্দরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

আজ বাদ আসর মিরপুর কবরস্থানে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন তানভীর হাসানের ঘনিষ্ঠ বন্ধু আবু রেজওয়ান ইউরেকা।

ইউরেকা এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সকাল ৯টায় দিকে তার বুকে ব্যথা শুরু হয়। প্রথমে গুরুতর কিছু বোঝা যায়নি। ব্যথা বাড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। ততক্ষণে সে আমাদের ছেড়ে চলে গেছে।’

ইউরেকা আরো বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তানভীর হ্দরোগে ভুগছিল। দুই মাস আগে তার হৃদরোগ ধরা পড়ে। কিন্তু এত তাড়াতাড়ি সে চলে যাবে, তা বুঝতে পারিনি।’

আজ সন্ধ্যায় তানভীর হাসানের মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন ইউরেকা। তিনি বলেন, ‘আজ বাদ আসর মিরপুর সরকারি কবরস্থানের সামনে তার জানাজা পড়ানো হবে। তার পরপরই দাফন সম্পন্ন করা হবে।  সবাই দোয়া করবেন, তানভীর যেখানেই থাকে, যেন ভালো থাকে।’