কোটচাঁদপুরে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত
ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রাথমিক উদ্ধার কাজ চালিয়েছেন স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর স্টেশন থেকে ২০০ গজের মধ্যে ফুলবাড়ি রেল গেটের কাছে এ ঘটনা ঘটে।
খবরটি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন।
কোটচাঁদপুর রেল স্টেশনের বুকিং অ্যাসিসটেন্ট তুহিন জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন স্টেশনের সিগন্যালের কাছে আসামাত্র ইঞ্জিনসহ দুটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এতে লাইনের দুইস্থানে এবং সিগন্যালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, কেন এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিনি দাবি করেন, যে দুইটি বগি লাইন থেকে ছিটকে পড়েছে তাতে কোনো যাত্রী ছিলেন না। অন্য বগির যাত্রীদের কারো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।
রেল লাইনে ত্রুটি থাকার কারণে ঘটনাটি ঘটেছে এমন প্রশ্নের উত্তর দেননি গোলাম মোস্তফা। তিনি জানান, রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে রূপসা ট্রেনের ইঞ্জিন এসে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দাঁড়িয়ে থাকা বগিগুলো চুয়াডাঙ্গার উথলী স্টেশনে নিয়ে যায়। খুলনা থেকে রিলিফ ট্রেন এলে লাইনচ্যুত ইঞ্জিনসহ দুটি বগি উদ্ধার শুরু হবে। এতে সারা রাত লেগে যেতে পারে।
কোটচাঁদপুর থানার ওসি ঘটনাস্থল থেকে জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যাত্রীরা নিরাপদে আছেন। দ্রুত উদ্ধার কাজ শুরু করতে সংশ্লিষ্টরা কাজ করছে।
এ দুর্ঘটনার পরে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। আনুমানিক ৪০০ যাত্রী ছিলেন ট্রেনটিতে। তারা ট্রেন থেকে নেমে সড়ক পড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।