স্লোগানে, গানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

Looks like you've blocked notifications!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আওয়ামী লীগের বিজয় সমাবেশ শুরুর পূর্ব মুহূর্তে স্লোগানে, গানে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। আগত নেতা, কর্মী, সমর্থকরা সবার মাঝে বিরাজ করছে  উৎসবের আমেজ।

সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর আড়াইটায়। তার আগে বর্তমানে সংস্কৃতি মঞ্চে চলছে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশিত গান। এ মঞ্চ থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থিম সং ‘জিতবে এবার নৌকা’ কোরাসে গাইবেন শিল্পীরা।

পরে মানিকগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজের গান পরিবেশনার মধ্য দিয়ে আড়াইটার দিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আরোহণ করবেন। 

এ সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশে আগামী দিনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন শেখ হাসিনা।

সমাবেশে শৃঙ্খলা বজায় রাখার জন্য নেতাকর্মীদের মিছিলে বহন করে আনা ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। উদ্যানের ছয়টি গেটের মধ্যে শিখা চিরন্তন গেট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দ, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের গেট দিয়ে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করবেন।

তিন নেতার মাজারসংলগ্ন গেট, বাংলা একাডেমির সামনের গেট, টিএসসি গেট ও চারুকলার সামনের গেট দিয়ে দলীয় নেতাকর্মীরা প্রবেশ করছেন।

সমাবেশস্থলকে নান্দনিক শৈল্পিকভাবে সাজানো হয়েছে। সমাবেশের বিশাল প্যান্ডেলে প্রায় ৩০ হাজার চেয়ার বসানো হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে কয়েক লাখ লোকের সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৫৭টি আসনে জয়লাভ করে।