মুক্তিপণ দিয়েও মিলছে না ‘অপহৃত’ শিশু
অপহরণের দুইদিন পার হয়ে গেলেও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জালশুকা গ্রামের শিশু জুবায়েত হোসেনকে (৭) উদ্ধার করা যায়নি। অপহরণকারীর দেওয়া ঠিকানায় তিন লাখ টাকা মুক্তিপণ নিয়ে গেলেও শিশুটিকে ফেরত পাওয়া যায়নি।
মো. সামছুল হকের ছেলে জুবায়েত নিজ গ্রাম জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্বজন ও স্থানীয়রা জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে জুবায়েতকে স্কুলে ভর্তি করা হয়। নিয়মিত স্কুলে যায় সে। গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি এসে প্রতিবেশী মহিদুল ইসলামের সঙ্গে খেলা করছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। মসজিদের মাইকেও তার সন্ধানে প্রচার করা হয়।
শিশুটির বাবা সামছুল হক জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে তার মোবাইল ফোনে এক নারী ফোন দিয়ে জুবায়েতের তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জীবিত পেতে চাইলে এই টাকা নিয়ে সাভার বাসস্ট্যাণ্ড ওভারব্রিজের নিচে যেতে বলে।
ধার-দেনা করে টাকা নিয়ে গেলেও শিশুটাকে ফেরত পাওয়া যায়নি।
এ ব্যাপারে সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান শিশুটির বাবা সামছুল। তিনি জানান, ওই ঘটনার পর থেকে মহিদুলকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনার সঙ্গে মহিদুল জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন সামছুল।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করার জন্য সব ধরনের চেষ্টা চলছে। তাকে দ্রুতই উদ্ধার করা হবে।