বললেন রিজভী

আ.লীগের বিজয় উৎসব জনগণের সঙ্গে মশকরা

Looks like you've blocked notifications!
আজ রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগের ভোট জয়ের উৎসবকে জনগণের সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিজয় সমাবেশের সমালোচনা করে এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী আহমেদ বলেন, ‘জনগণ নাকি এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ভোটাধিকারহারা জনগণ ব্যথিত, বিমর্ষ ও বাক্যহারা। এ অবস্থায় তাদের নিয়ে এ ধরনের বক্তব্য নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। গতকালের সোহরাওয়ার্দী উদ্যানে জনগণের পকেট কাটা টাকায় বর্ণাঢ্য র‍্যালি ছিল জনগণের সঙ্গে আরেকটি অবজ্ঞাভরা মশকরা।’

বিএনপির এই নেতা আরো অভিযোগ করে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জনগণের অধিকার নিজের হাতে তুলে নিয়ে জাল ভোট দিয়েছে। তাই নির্বাচনে জয়ের জন্য জনগণ নয়, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ক্ষমতাসীনদের।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ দাবি করে রিজভী আরো বলেন, বৈধতা পেতে আন্তর্জাতিক অঙ্গনে দেনদরবার করছে সরকার।