নাশকতার মামলায় বিএনপিনেতা হাবিবুন নবী কারাগারে

Looks like you've blocked notifications!
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন।

পল্টন থানার নাশকতার মামলায় একদিনের রিমান্ড শেষে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাবিবুন নবী খান সোহেলকে হাজির করে পুলিশ। সে মামলায় হাবিবুন নবীকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে হাবিবুন নবীর  পক্ষে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শাহবাগ ও পল্টন থানার পৃথক দুই মামলায় একদিন করে রিমান্ডে যান হাবিবুন নবী।

গত বছরের ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় হাবিবুন নবীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। সে থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।