রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করব : ইয়াংহি লি

Looks like you've blocked notifications!
সফরত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। ছবি : বাসস

সফরত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি আশা প্রকাশ করেছেন যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় তাঁর কার্যালয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সহযোগিতা ও এক সঙ্গে কাজ করবে।

রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ইয়াংহি লি শনিবার থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছেন এবং মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য আগামীকাল সোমবার কক্সবাজার সফর করবেন। তিনি আগামী মার্চ মাসে তাঁর তথ্য ও প্রতিবেদন মানবাধিকার কাউন্সিলের সভায় উপস্থাপন করবেন বলে জেনেভা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে।

এদিকে, মিয়ানমার সরকার জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে সহযোগিতা না করতে এবং সে দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অনঢ় রয়েছে।