ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। ছবি : এনটিভি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। একই দিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনের ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য দেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ২ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি।

২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদসহ ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ভোট হওয়ার কথা ছিল।

কিন্তু নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করা হয়। ওই দুটি রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ জানুয়ারি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন।

গত ১৯ জানুয়ারি ওই নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেন আদালত। হাইকোর্টের রুল খারিজ করে দিয়ে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদউল্লাহর বেঞ্চ ওই আদেশ দেন। এরপর মেয়র পদে উপনির্বাচনে আর কোনো বাধা ছিল না।

কিশোরগঞ্জ- ১ আসনেও ভোট ২৮ ফেব্রুয়ারি

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচনও আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ওই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি। বাছাইয়ের তারিখ ৩ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

এ ছাড়া কমিশন সচিব জানান, পাঁচটি ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৮ অথবা ৯ মার্চ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। উপজেলা নির্বাচন ও সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা হবে আগামী ৩ ফেব্রুয়ারি।