নাটোরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে আবদুল মান্নান শেখ (৭৫) নামের এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নানের বাড়ি উপজেলার গুনাইহাটি গ্রামে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার জানান, গতকাল রাত ১১টার দিকে বনপাড়া বাইপাস এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক আবদুল মান্নান নিহত হন।