ভারতে হাতির আক্রমণে জাসদনেতা নিহত

Looks like you've blocked notifications!
সৈয়দ সাইমুন কনক। ছবি : সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা শুক্রবার ভারতের দার্জিলিংয়ে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন।

নিহত সৈয়দ সাইমুন কনক জাসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি প্রয়াত নূর আলম জিকুর ছেলে। তিনি পুরান ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকার নবাববাড়ি সংলগ্ন তাঁর পৈত্রিক বাড়িতে বসবাস করতেন।

কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কনকের স্ত্রী মালা সাইমুনের বরাত দিয়ে কুমারখালী জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে ভারতের দার্জিলিংয়ের ডুয়ার্সে বন্যহাতির আক্রমণে কনক মারা যান।

জয়দেব বিশ্বাস বলেন, ময়নাতদন্ত শেষে শনিবার মরদেহ বিমানযোগে ঢাকায় নিয়ে আসা হবে এবং জানাজা শেষে লাশ ঢাকাতেই দাফন করার কথা রয়েছে।

গত ২০ জানুয়ারি সস্ত্রীক ভারত যান কনক।