সাতক্ষীরায় চিংড়িঘেরের মালিক নিহত
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় দুর্বৃত্তদের হামলায় শফিকুল ইসলাম নামে এক চিংড়িঘেরের মালিক নিহত হয়েছেন। গতকাল বুধবার প্রতিপক্ষের হামলায় আহত হয়ে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গাবুরায় খোলপেটুয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম ওই এলাকায় ৬০ বিঘা জমির ওপর করা চিংড়িঘেরের মালিক। গত বুধবার একই গ্রামের লোকমান হোসেন নামের এক ব্যক্তি লোকজন নিয়ে শফিকুলের জমির কিছু অংশ নিজের বলে দাবি করে দখল করতে যান।
শফিকুলের স্বজনরা জানিয়েছেন, লোকমান হোসেনের লোকজনের হামলায় বাধা দিতে গিয়ে আহত হন শফিকুল, তাঁর স্ত্রী পারুল বেগম, ছেলে রায়হান, হালিম, হাবিুল্লাহ ও নেওয়াজ। পরে শফিকুলকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দফায় দফায় সালিশ বিচার হলেও প্রতিবারই শফিকুলের পক্ষে রায় গেছে।
তবে চেষ্টা করেও লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানিয়েছেন, এ ব্যাপারে লোকমানকে প্রধান আসামি একটি মামলা দায়ের করা হয়েছে। হত্যার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। তবে লোকমানকে আটক করা যায়নি বলে তিনি জানান।