বিএনপির এমপিদের সংসদে যাওয়া হবে প্রতারণা, অলির সতর্কবাণী

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) একাদশ জাতীয় সংসদে যোগ দিলে তাঁদের প্রতারক হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করে দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।
অলি আহমদ বলেন, ‘আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি। আমরা আশা করি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যোগ দিয়ে জাতির সাথে প্রতারণা ও বেইমানি করবেন না। যদি তাঁরা সংসদে যান তাহলে আমরা মনে করব, তা হবে জাতি এবং আমরা যারা নির্বাচন করেছি ও যারা জেলে গিয়েছেন তাদের সাথে প্রতারণা।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গী লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় এলডিপি প্রধান এসব কথা বলেন।
২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক অলি আহমদ অভিযোগ করেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন দল ভোটডাকাতি করেছে। এটা ছিল জঘন্যতম নির্বাচন। এমন নির্বাচন করার কলঙ্ক থেকে আওয়ামী লীগ মুক্ত হতে পারবে না।
দেশকে রক্ষা করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে পুনরায় নির্বাচনের পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান অলি আহমদ। তা না হলে দেশ অরাজকতা ও রক্তপাতের দিকে যাবে বলে সতর্ক করে দেন তিনি।
নির্বাচনে যে অপরাধ করা হয়েছে সেটি স্বীকার করার পরে জাতীয় ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানান অলি আহমদ। বলেন, ‘আমরা কি দেশের ও জনগণের বিরুদ্ধে কাজ করছি? আমরা জাতীয়তাবাদী শক্তির পক্ষের এবং আমরা মুক্তিযোদ্ধা। আমাদের লক্ষ্য যদি এক হয় তাহলে আমরা কেন দেশের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব না?’
সরকারি দলের লোকেরা জাতীয় সংসদ নির্বাচনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে দাবি করে অলি আহমদ আওয়ামী লীগের নেতাদের টাকার উৎস সন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান।
খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা নিয়ে এলডিপি সভাপতি বলেন, শুধু ঘরোয়া বৈঠকে বক্তব্য দিয়ে বিএনপি প্রধানকে কারামুক্ত করা সম্ভব হবে না। খালেদা জিয়াকে কারামুক্ত করতে আন্দোলন শুরুর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খালেদা জিয়ার বয়স, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা এবং পারিবারিক অবস্থান বিবেচনা করে তাঁকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান অলি আহমদ।