প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

চিকিৎসকরা কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে ওএসডি

Looks like you've blocked notifications!
আজ রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি

চিকিৎসকরা কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে ওএসডি করতে এবং নার্সরা রোগীর সঠিক সেবা না দিলে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমাদের এখানে ডাক্তার না থাকা, নার্স না থাকা একটা অনবরত নালিশ। বিশেষ করে ডাক্তার না থাকা। এ ক্ষেত্রে আমি বলব, এখন ডিজিটাল সিস্টেম, আমাদের আইডি কার্ডও করা আছে। বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে উপস্থিত ও অনুপস্থিতির হিসাব নেওয়া যায়।’

এ সময় জেলা-উপজেলা পর্যায়সহ সব হাসপাতালে চিকিৎসাসেবার মান জরিপ করারও নির্দেশ দেন শেখ হাসিনা।

পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে শিক্ষা ও সেবার মান বাড়াতে তদারকির কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

রোগীর সেবা করার মানসিকতা না থাকলে ওই নার্সের প্রয়োজন নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রোগীর সেবা করাটা নার্সের দরকার। এখন আমরা নার্সকে দ্বিতীয় শ্রেণি করে দিয়েছি। রোগীর সেবা দিতে এখন আবার আরেকটি ধাপ তৈরি করে দিতে হলে ওই দ্বিতীয় শ্রেণির নার্সের তো আমাদের দরকার নেই। যাঁরা এ ধরনের মানসিকতা নিয়ে আসবেন, তাঁদের চাকরিতে থাকারই দরকার নেই, আমার পরিষ্কার কথা। আমি সুযোগ তৈরি করে দিচ্ছি, যেন রোগী সেবা পায়। রোগীই যদি সেবা না পায়, তাহলে ওই নার্স আমি কেন রাখব?’