স্ত্রীর মৃত্যুর খবর দিতে থানায় গিয়ে স্বামী আটক

Looks like you've blocked notifications!

ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্ত্রী বেনু রবিদাসকে হত্যার অভিযোগে সেরু রবিদাস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় জালাল নামের সন্দেহভাজন আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল রোববার রাতে ওই দুই ব্যক্তিকে আটক ও আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বেনু রবিদাসের লাশ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে স্ত্রীর অপমৃত্যুর খবর দিতে থানায় আসেন নিশাইগঞ্জ গ্রামের সেরু রবিদাস। মৌখিক অভিযোগে সেরু জানান, তাঁর স্ত্রী বেনু গলায় ওড়না পেচিয়ে বাড়ির পাশে একটি আমগাছে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন। বিস্তারিত জানতে চাইলে পরবর্তী সময়ে   তথ্যবিভ্রাট ঘটিয়ে তিনি বলেন, জালাল নামের এক মুদি দোকানদার তাঁর স্ত্রীকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছেন। সে সময় একেকবার একেক রকম কথা বলার ফলে সন্দেহ হওয়ায় সেরুকে আটক করে পুলিশ।

পরে রাতে ঘটনাস্থলে গিয়ে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বেনু রবিদাসের মরদেহ উদ্ধার ও জালালকে আটক করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য বেনুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।