‘রিপোর্টে ফ্যাক্টস অ্যান্ড ফিগার থাকতে হবে’

Looks like you've blocked notifications!
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি : এনটিভি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘তারা যে রিপোর্ট দিয়েছে তাতে ফ্যাক্টস অ্যান্ড ফিগার থাকতে হবে।’ কে দুর্নীতি করেছে তা উল্লেখ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইকবাল মাহমুদ।

দুদকের চেয়ারম্যান বলেন, ‘টিআই রিপোর্টের মধ্যে এটা থাকবে যে, কেন তারা বলছে দুর্নীতি কমে নাই বা বেড়েছে। সে বাড়ার কারণ কী, সে কারণগুলোকে অ্যাড্রেস করার জন্য কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন নিশ্চয়ই টিআই সেটা বলবে। যদি টিআই রিপোর্টে সেটা না থাকে তাহলে এই রিপোর্ট কোনোক্রমেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

ইকবাল মাহমুদ আরো বলেন, ‘সবাই মিলে একসঙ্গে সম্মিলিত ও সমন্বিতভাবে কাজটা না করি সেক্ষেত্রে দুর্নীতি দমন বা প্রশমন বা কমানো সম্ভব না।’