জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ছবি : এনটিভি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কেশবপুর এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছেন র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন।

নিহত ব্যক্তির নাম সোহেল রানা (৪২)। তিনি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা। র‌্যাবের দাবি, তিনি শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় ৮/১০টি মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।

র‍্যাবের ভাষ্য, ‘মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কেশবপুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল। এ সময় সেখানে র‌্যাবের একটি টহল দল উপস্থিত হয়। তখন মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়।’

‘উভয়পক্ষের মধ্যে প্রায় পাঁচ মিনিট গোলাগুলি হয়। এতে সোহেল নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ ও দুজন র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে  একটি সেভেন পয়েন্ট ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, তিনটি সিমকার্ড, একটি টর্চলাইট ও  তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়।’

র‍্যাব আরো দাবি করে, ‘পরে আহতদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।