এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : আলাল

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : এনটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভোট ডাকাতির বিষয়টি আবারও পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। তাই এই সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।’

গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন আলাল।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশের জনগণকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে বিএনপিকে পরাজিত করা হয়েছে। এ পরাজয় বিএনপির নয়, এ পরাজয় গণতন্ত্রের।’

আলাল বলেন, ‘আমরা এর আগে স্থানীয় সরকার পরিষদের সব নির্বাচনে অংশ নিয়েছি। ফ্যাসিস্ট সরকারের মোকাবিলা করে অনেকে নির্বাচিতও হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু যেসব সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছে, তাদের অনেককে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হয়েছে, মাসের পর মাস বছরের পর বছর তারা জেল খেটেছেন। অনেককে এলজিআরডি মন্ত্রণালয়ের আদেশে বরখাস্ত করা হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘এ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভোটাধিকার হরণ ও ভোট ডাকাতির বিষয়টি আবারও পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। তাই এই সরকারের অধীনে আবারও নির্বাচনে গেলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তাই আমরা এ ধরনের অর্থহীন ও তামাশার নির্বাচনে যাব না।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিএনপি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানিসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।