আল্লামা শফির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শুক্রবার বিকেলে মাদ্রাসায় প্রবেশ করে প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি।
পরে মাদ্রাসা থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশ ও জাতি সমৃদ্ধি কামনা ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইতে এখানে এসেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, বিশ্ব ইজতেমা অতি সন্নিকটে। হেফাজতে ইসলামীর আমিরের কাছে দোয়া নিতে এসেছিলাম যাতে বিশ্ব ইজতেমাটা সুন্দরভাবে সম্পন্ন হয়।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : ফোকাস বাংলা
এর আগে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত নুরুল আলম চৌধুরী স্মরণসভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।