ঝিনাইদহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বারবাজার ফুলবাড়ী রেলগেট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বারবাজার পুলিশফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন সাংবাদিকদের জানান, সকালে এলাকাবাসী রেললাইনের পাশে একটি ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায়। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে ওই যুবককে অপহরণের পর হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে দেওয়া হয়েছে।