নাটোরে সাবেক ছাত্রলীগ নেতার সন্ধান চেয়ে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
নাটোর সদর উপজেলা পরিষদের অপহৃত চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনের সন্ধান দাবি করে শুক্রবার জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে তাঁর পরিবার ও সমর্থকরা। ছবি : এনটিভি

নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা জামিল হোসেন মিলনের সন্ধান চেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে তাঁর সমর্থকরা।

শুক্রবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা শহরের বিভিন্ন সড়ক অবরোধ ও মিছিল করে।

সমাবেশে মিলনের বাবা জানান, বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কয়েকজন লোক জামিলকে আমহাটি এলাকার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা বিষয়টি জানে না।

বিক্ষোভকারীরা অবিলম্বে নিখোঁজ মিলনকে উদ্ধারের দাবি জানান।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন বলেন, ‘মিলন অপহরণের ঘটনায় তাঁর বাবা নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মিলনকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানি না।’