এই সংসদের নৈতিক বৈধতা নেই : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সংসদের তো নৈতিক কোনো বৈধতা নেই। নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানোর। কারণ তারা নির্বাচিত নয়।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।  মানবাধিকার সংগঠন ‘আওয়াজ’ ওই আলোচনাসভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের নামে সম্পূর্ণ একটা প্রহসন হয়েছে। এখন গোটা পৃথিবীর মিডিয়াও জানে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে।’

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসন করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের ভোটে বর্তমান সংসদ সদস্যরা নির্বাচিত নন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে যে গণতান্ত্রিক সরকার নেই তা এখন আন্তর্জাতিক মহলেও পরিষ্কার।’ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অনৈতিক সরকারের বিরুদ্ধে গণমাধ্যমকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।