গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Looks like you've blocked notifications!

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে জয়দেবপুর রেলজংশনের কয়েকশ গজ দক্ষিণে পূর্ব চান্দনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সফিউল্লাহ (২২)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পোটান এলাকার মাওলানা আবদুস সামাদের ছেলে। রাজধানীর মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। পড়ালেখার পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সফিউল্লাহ।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, ঢাকায় যাওয়ার জন্য সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন দিয়ে হেঁটে জয়দেবপুর স্টেশনের উদ্দেশে যাচ্ছিলেন সফিউল্লাহ। জয়দেবপুর রেলজংশনের কয়েকশ গজ দক্ষিণে পূর্ব চান্দনা এলাকায় পৌঁছালে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।