ফরিদপুর থেকে ‘সুলতান’-এর যাত্রা শুরু
প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের দর্শন ও চলচ্চিত্রে তাঁর যাত্রার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘সুলতান’-এর প্রথম প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
আজ শুক্রবার ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি হলে প্রামাণ্যচিত্রের শুভ মহরতের উদ্বোধন করেন তারেক মাসুদের মা কামরুন্নাহার।
বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই প্রদর্শনী চলে। এরপর আরো তিনবার প্রদর্শনী চলে।
এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও তারেক মাসুদের একান্ত সহকারী দিলশাদুল হক শিমুল, পরিচালকের বাবা মিয়া সিরাজুল হক, জিনাত হাকিম, তারেক মাসুদের ভাই সাইদ বাবু প্রমুখ।
এ সময় তারেক মাসুদের ওপর নির্মিত সুলতান দেখার জন্য প্রচুর দর্শকসমাগম হয়।