‘যদি তুমি জানতে’-এর ফিরোজ আর নেই

Looks like you've blocked notifications!

বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক কিতাব আলী ফিরোজ আজ সোমবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ বাদ জোহর তার জানাজা বিএফডিসিতে অনুষ্ঠিত হবে। বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবর স্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

এ বিষয়ে পরিচালক অপূর্ব রানা এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রতিদিনের মতোই আজ সকালে ফিরোজ ভাই হাঁটতে বের হন। হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন। তারপর উনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। সকাল আনুমানিক ৭টায় তিনি মারা যান।’

রানা আরো বলেন, ‘আজ বাদ যোহর এফডিসিতে উনার প্রথম জানাজা। বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সেখানে দ্বিতীয় জানাজা হবে।’

কিতাব আলী ফিরোজ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘যদি তুমি জানতে’, এর আগে দীর্ঘদিন তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ‘যদি তুমি জানতে’ ছবির প্রযোজক, অভিনেতা আশরাফ কিটু বেলজিয়াম থেকে মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘সকালে খবরটা শুনেই আমার মন খারাপ হয়েছে। তিনি অনেক ভালো একজন পরিচালক, আমি উনার সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। আরো কাজ করার ইচ্ছে ছিল উনার সাথে। হয়তো ভাগ্যে ছিল না তাই কাজ করা হয়নি। সবাই দোয়া করবেন উনি যেখানেই থাকুন যেন ভালো থাকেন।’