লঞ্চডুবি : আরো ৮ লাশ উদ্ধার
পদ্মায় লঞ্চডুবির চতুর্থ দিনে আরো আটটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৯ জনে। আজ বুধবার সকালে দুর্ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরে বিভিন্ন এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এমভি মোস্তফা লঞ্চডুবির ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জিহাদ মিয়া জানান, পদ্মা নদী থেকে চার শিশুসহ আটটি লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে এসব লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে মানিকগঞ্জ থেকে সাতটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও দোহার থানার ধোয়াইর গ্রাম এলাকা এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
এদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা গেছে। এঁরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামের সোহরাব আলী (তিনি এই লঞ্চে বাবুর্চি হিসেবে কাজ করতেন), একই উপজেলার মো. আবুল হাসেম হাসু (৫৫), ছোট বোয়ালী গ্রামের সদ্বীপ সূত্রধর (৯), দৌলতপুর উপজেলার সনৎপুর গ্রামের মো. ইমন মোল্লা (৩), কুষ্টিয়ার কুমারখালীর যাদবপুর গ্রামের লিপি আক্তার (২২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেলিলপুর গ্রামের মোসাম্মৎ মারুফা খাতুন (৬)।
গত রোববার পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে পদ্মানদীতে একটি সারবোঝাই কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এমভি মোস্তফা।