বিশ্বকে আ. লীগের বিরুদ্ধে লাগানোর জন্যই বিদেশি হত্যা : আমু

Looks like you've blocked notifications!
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর ও বিআরডিবির উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি : এনটিভি

বিশ্বকে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগানোর জন্যই জাপানি ও ইতালির নাগরিক হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি অভিযোগ করেন, বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে বিএনপি তাদের হত্যার রাজনীতির দ্বিতীয় সংস্করণ শুরু করেছে।

আজ শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর ও পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, ‘৯৩ দিন হরতাল-অবরোধ দিয়ে খালেদা জিয়া যেমন সরকার পতনে সফল হননি, তেমনি বিদেশি নাগরিক হত্যা করেও সফল হওয়া যাবে না। তারা মানুষ পুড়িয়ে, আগুন লাগিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। বিএনপি সরকারের বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ যারা স্বাধীনতা-সার্বভৌমত্বের সঙ্গে বেঈমানি করে, তাদের নিয়ে জোট গঠনকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না।’

বিএনপি জোট কখনো মানুষের ভাগ্যোন্নয়নের চেষ্টা করেনি উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য আরো বলেন, ‘যদি তারা তা করত, তাহলে জিয়াউর রহমানের ছয় বছর ও খালেদা জিয়ার ১০ বছরের শাসনামলে তার প্রতিফলন ঘটত। কিন্তু বিএনপির ১৬ বছরের শাসনামলে তার কোনো প্রতিফলন ঘটেনি।’

নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ।

পরে শিল্পমন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে পাঁচ লাখ ৪৫ হাজার টাকা এবং বিআরডিবির সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ১৬ জনকে দুই লাখ ৩৮ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন।