খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় রনি ত্রিপুরা নামের এক জেএসএস (এমএন লারমা) কর্মীকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। ছবি : এনটিভি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় রনি ত্রিপুরা (৩২) নামের এক জেএসএস (এম এন লারমা) কর্মীকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

পানছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানছড়ি বাজারে শুকতারা আবাসিক হোটেলের সামনে এক দৃর্বৃত্ত রনি ত্রিপুরাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় রনি ত্রিপুরাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত রনি ত্রিপুরার বাড়ি পানছড়ি মরাটিলা এলাকায়।

পুলিশের ধারণা, প্রসীত খীসাপন্থী ইউপিডিএফের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা বলেন, রনি ত্রিপুরা দলের যুব সমিতির সদস্য। প্রসীত খীসাপন্থী ইউপিডিএফের সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে।

ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের জড়িয়ে দেওয়া বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটি ইউপিডিএফের নামে অপপ্রচার।

তবে এ ঘটনা জেএসএসের (এম এন লারমা) দলীয় কোন্দলে হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন মাইকেল চাকমা।

হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা জানাতে পারেনি পুলিশ।