প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে আওয়ামী লীগ

Looks like you've blocked notifications!
উপজেলা পরিষদের নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। ছবি : ফোকাস বাংলা

উপজেলা পরিষদের নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। আজ শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সারাদেশের ১২৯ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ এসব উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের জনপ্রিয়তা ও মাঠ জরিপের ফলাফল বিশ্লেষণ করে দলের মনোনয়ন চূড়ান্ত করবে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, দলের উপদেষ্টা পরিষদের কয়েকজন, সভাপতিমণ্ডলীর কয়েকজন নেতা এবং চার যুগ্ম-সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন।

গতকাল শুক্রবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রথম দফার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়।