সংসদ সদস্য হচ্ছেন সুবর্ণা মুস্তাফা

Looks like you've blocked notifications!

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় ৪১ জন প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ৪১টি নামের মধ্যে ২২ নম্বরে ছিল সুবর্ণা মুস্তাফার নাম।

এর আগে অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রের শীর্ষ মর্যাদা একুশে পদকে ভূষিত হয়েছেন সুবর্ণা মুস্তাফা।

কাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ের পর ১৫ জানুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। এতে এক হাজার ৫১০টি মনোনয়ন বিক্রি করে আওয়ামী লীগ। মনোনয়ন প্রত্যাশী ছিলেন বেশ কয়েকজন ছোট ও বড় পর্দার তারকা অভিনেত্রী।

তারকাদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন - সারাহ বেগম কবরী, মৌসুমী, সুজাতা, আনোয়ারা,  ফালগুনী হামিদ, সুবর্ণা মুস্তাফা, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাহনূর, অপু বিশ্বাস, তারিন ও জ্যোতিকা জ্যোতি।