ঝিনাইদহ সদর বিএনপির নেতৃত্বে আবারও পান্নু-আলম
ঝিনাইদহে সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মুন্সী কামাল আজাদ পান্নু সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীম সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় পৌর অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন হয়। মুন্সী কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মসিউর রহমান। আরো বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।
সম্মেলনে উপজেলার ১৭টি ইউনিয়নের ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।