শাহনুরের জন্মদিনে শিশুদের মধ্যে পোশাক বিতরণ
চিত্রনায়িকা শাহনুরের জন্মদিন উপলক্ষে আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় পথকলিদের শিক্ষাপ্রতিষ্ঠান জুম বাংলাদেশের শিশুদের মধ্যে পোশাক ও মিষ্টি বিতরণ করা হয়েছে। একই সময় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
চিত্রনায়িকা শাহনুর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চলচ্চিত্র বিষয়ক সম্পাদিকা। জোটের পক্ষ থেকে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুণ সরকার রানা, জোটের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান অপূর্বসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতারা।