নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় দুজন নিহত

নরসিংদীতে মালবাহী কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাধবদীর পৌলানপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পৌলানপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ছেলে রাব্বি (২৮) ও মাধবদী টাটাপাড়া মহল্লার মাহফুজুর রহমানের ছেলে রকসি (২৫)। আহত হয়েছেন নরসিংদী কাউরিয়াপাড়া মহল্লার মৃত বাছেদ কমিশনারের ছেলে নওশাদ মাহমুদ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে নরসিংদীগামী মালবাহী কাভার্ডভ্যান বিকেলে পৌলানপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সামনে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং মোটরসাইকেল চালক আহত হন। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং কাভার্ডভ্যান ও চালক ইয়াছিন মিয়াকে আটক করেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।