ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জর ভৈরবে ঢাকা-চট্টগ্রাম রেলপথ। পুরোনো ছবি : এনটিভি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কিশোরগঞ্জর ভৈরবের মনামরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, আজ সকাল থেকে দুপুরের মধ্যে যে কোনো সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ভিখারি অথবা পাগল শ্রেণির হতে পারেন। এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় লোকজন জানায়, আজ দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে জংশন ও জিল্লুর রহমান রেলওয়ে সেতুর মধ্যবর্তী ভৈরবপুর মনামরা ব্রিজ সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে ট্রেনে কাটা মরদেহটি পড়ে ছিলো। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে দুপুর ২টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।