গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

Looks like you've blocked notifications!
ছবি: এনটিভি

গাজীপুরের চন্দ্রা ও কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৬টা ও গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এসব ঘটনা ঘটে।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, আজ সকালে উপজেলার হরিণহাটি এলাকার অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক, তাঁর সহকারীসহ ২৮ জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অবস্থায় সাইফুল (৪০), মঙ্গল দাস (৩৫), রওশন আরা (২২) ও সাইফুলকে (৩০) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানান ওসি। 

এদিকে, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার সিনাবহ এলাকায় মাটি বহনকারী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত দুজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।