খুলনায় ট্রাকচাপায় বিএল কলেজের শিক্ষক নিহত
খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে কিশোর কুমার পাল নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার যশোর রোডের দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে। নিহত কিশোর কুমার খুলনার সরকারি বিএল কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আজ বিকেলের দিকে দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় যশোরমুখী একটি ট্রাক কিশোর কুমারকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পুলিশ এখন পর্যন্ত দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি আটক করতে পারেনি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।