নটর ডেমের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে ইয়োগেন হেনছি গোন সালভেজ (২২) নামের নটর ডেম কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে সবুজবাগের কদমতলা ৯ নম্বর লেনের ৭৭/এ বাড়ির নিচতলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়োগেন চট্টগ্রাম কোতোয়ালির পাথরঘাটা এলাকার ম্যাকলিন গোন সালভেজের ছেলে। তিনি পুরান ঢাকার নারিন্দা এলাকায় মামাতো বোন শিপ্রার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
নিহতের দুলাভাই রোমেন পিনারু জানান, মামাতো বোন শিপ্রা বাসায় না থাকায় গত শুক্রবার আরেক বোন ডালিনের নদ্দার বাসায় যান ইয়োগেন। সেখান থেকে গতকাল সকাল ৮টার দিকে বের হন। এর পর থেকে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সে সময় কয়েকবার ফোন বাজলেও কেউ ধরেনি এবং কিছুক্ষণ পর তা বন্ধ পাওয়া যায়। পরে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
পরবর্তী সময়ে রাত সাড়ে ১২টার দিকে ইয়োগেনের পরিবার পুলিশের কাছ থেকে খবর পায়, কদমতলার একটি বাসায় একটি মৃতদেহ পাওয়া গেছে। পরে রাতেই পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ইয়োগেনের মৃতদেহ শনাক্ত করেন।
রোমেন পিনারু আরো বলেন, সম্প্রতি চাকরির জন্য রবি কলসেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন ইয়োগেন। তাঁর কোনো শত্রু ছিল না। কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা অস্পষ্ট।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, গত রাতে সবুজবাগের একটি বাসা থেকে ইয়োগেনের লাশটি উদ্ধার করা হয়। তাঁর হাত-পা কাপড়ে বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহের পেটে সাতটি ও পিঠে চারটি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় বাদী হয়ে নিহতের বোন থানায় একটি মামলা করেছেন। এরই মাঝে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি। ময়নাতদন্তের উদ্দেশ্যে আজ সকালে ইয়োগেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।