‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ২০ শতাংশ শেষ’

Looks like you've blocked notifications!
রাজধানীর উত্তরায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০ শতাংশ শেষ হয়েছে। প্রথম ধাপের কাজ এ বছরের জুনের আগে শেষ হবে। এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি আরো জানান, মেট্রোরেলের প্রথম ধাপের কাজও শেষ হবে এ বছরের ডিসেম্বরে।

সরকারি ও বেসরকারি অংশীদারের ভিত্তিতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় হবে প্রায় আট হাজার ৯০০ কোটি টাকা।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, অর্থ সংকটের কারণে কাজ শুরু করতে দেরি হয়, গত বছরের ১ এপ্রিল থেকে নির্মাণ কাজ শুরু হয়। ওবায়দুল কাদের জানান, এরই মধ্যে প্রথম ধাপের ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ২০ শতাংশ।

ওবায়দুল কাদের বলেন, ‘ফার্স্ট ফেজ বনানী পর্যন্ত আমরা আশা করছি মে মাসেই কাজ শেষ হবে। গতকালও দুটি স্প্যান রাতে বসেছে। ২৪ ঘণ্টা কাজ চলছে। ফার্স্ট ফেজ জুনের আগে হয়ে যাবে। সেকেন্ড ফেজ ২০২০ সালের জুলাই নাগাদ হয়ে যাবে। থার্ড ফেজ ২০২১ সালের সেপ্টেম্বরেই তিন ধাপের কাজ সমাপ্ত হবে।’

এ সময় তিনি জানান, মেট্রোরেলের প্রথম ধাপের কাজও শেষ হবে এ বছরের ডিসেম্বরে। চট্টগ্রামে চলছে কর্ণফুলী টানেলের নির্মাণকাজও, যার নাম হবে বঙ্গবন্ধু টানেল।

এ সময় ওবায়দুল কাদের কথা বলেন সাম্প্রতিক রাজনীতি প্রসঙ্গেও। সমালোচনা করেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাদের বক্তব্যের।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে শোচনীয় ব্যর্থতাকে ঢাকার জন্য এসব অবান্তর অভিযোগ তোলেন, সেটা দেশে-বিদেশে হাস্যকর বিষয়ে পরিণত হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) নিজেরাই অপপ্রচারের জন্য নিজেরাই তামাশার পাত্র হয়ে গেছে। যাদের কাছে তারা নালিশ করছে, তাদের কাছে এসব বক্তব্যের কোনো মূল্য নেই।’

এ সময় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘যেসব রাজনীতিবিদের মানসিকতা আমলাদের মতো, তারা আমলাদের চেয়েও ভয়ংকর।’