আশুলিয়ায় আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত ৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ইসলামনগর এলাকা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান। এ সময় ওত পেতে থাকা আওয়ামী লীগ সমর্থিত ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য লেহাজ উদ্দিনের ছেলে আমিনুল হক সবুজ দলবল নিয়ে তৌহিদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা তৌহিদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
ওসি জানান, পরে তৌহিদের স্বজন ও বন্ধুরা সবুজ ও তার সহযোগীদের ওপর পাল্টা হামলা চালায়। এতে সবুজের হাত ও পা ভেঙে যায়।
এদের মধ্যে তৌহিদ ও আমিনুল ইসলাম সবুজকে আশঙ্কাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোস্তফা কামাল।