ফরিদপুরে ভালোবাসা হলো সবার জন্য
ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিন আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার আবহে মেতে রয়েছে চারদিক। সবার মনেই যেন ভালোবাসার স্বপ্ন ছোঁয়া।
এই ভালোবাসার মধ্যেই ফরিদপুরের তরুণদের সংগঠন তরুছায়া ফাউন্ডেশন ‘ভালোবাসা হোক সবার জন্য’ এই স্লোগান সামনে রেখে খেটে খাওয়া মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে।
‘আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে’ কাজ করে যাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগঠন তরুছায়া। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক মেধাবী তরুণ-তরুণী স্বেচ্ছায় কাজ করছে এ সংগঠনটিতে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে সংগঠনটির উদ্যোগে খেটে খাওয়া মানুষদের মধ্যে গোলাপের চারা, গামছা, ক্যাপ ও মাস্ক (ধুলোবালি থেকে রক্ষার জন্য) বিতরণ করা হয়।
‘ভালোবাসি আপনাকে’ বলে একচিলতে হাসিমাখা চেহারা নিয়ে পথচারীদের হাতে উপহারগুলো তুলে দিয়েছে তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু, তরুছায়া সংগঠনের সভাপতি খালিদ মাহমুদ সজীব, প্রধান সমন্বয়য়কারী ওহিদুজ্জামান, ইনামুল হক মাসুমসহ সংগঠনের সদস্যবৃন্দ।