কলেজ শিক্ষক কাবেরী হত্যায় জহিরুল রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে কলেজ শিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার আসামি জহিরুল ইসলাম পলাশকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম রাশেদুজ্জামান তালুকদারের আদালতে ডিবি পরিদর্শক দেলোয়ার হোসেন আসামি জহিরুলকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
এ ছাড়া আসামিপক্ষের আইনজীবী জহিরুলকে রিমান্ডে নেওয়ার আবেদনের বিরোধিতা করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে জহিরুলের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম।
গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহাগনগর হাকিমের (সিএমএম) আদালতে জহিরুল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩০ মার্চ সন্ধ্যার পর মোহাম্মদপুরে ইকবাল রোডের বাসায় কাবেরীর স্বামী সীতাংশুর জন্মদিনে কেক, মিষ্টি ও মোমবাতি নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন জহিরুল। কেক কাটার পর কৌশলে সিতাংশুকে চেতনানাশক মেশানো ফলের জুস পান করিয়ে অচেতন করার পর তাঁকে হাতুড়ি দিয়ে পেটানোর চেষ্টা করেন জহিরুল। এ সময় কৃষ্ণা বাধা দিতে গেলে জহিরুল দুজনকেই এলোপাতাড়ি পেটান। পরে মোমবাতি থেকে কৃষ্ণার শাড়ি ও ঘরে আগুন ছড়িয়ে যায়। রাতেই দগ্ধ ও আহত কৃষ্ণাকে হাসপাতালে ভর্তি করার পরের দিন তাঁর মৃত্যু হয়।
ঘটনায় জহিরুল ইসলামকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।