পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না ভৈরবের ভুবন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবের পেশাদার ছিনতাইকারী ফজলে রাব্বি ওরফে ভুবনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে পেশাদার ছিনতাইকারী ফজলে রাব্বি ওরফে ভুবনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের ঘোড়াকান্দা পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভুবনের বাড়ি ভৈরব পৌর শহরের নিউটাউন এলাকায়।

পুলিশ জানায়, ভুবন একজন পেশাদার ছিনতাইকারী। তিনি শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে ভৈরব থানায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে ভৈরব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খাঁন সহিদুল, কামরুল হাসান ও অরুণ কুমার তাকে গ্রেপ্তার করতে নিউটাউন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে ভুবন পুকুরে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা চালায়। কিন্তু পুলিশ আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে ডাঙ্গায় তুলে এনে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, ভুবনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।