স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এসএসসি পরীক্ষার্থীসহ তিন বখাটের জেল-জরিমানা
নেত্রকোনার মদন উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন বখাটেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়ালীউল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল-জরিমানা দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে মদন উপজেলা সদরের বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী তৌকিরকে এক মাসের জেল, বাদশাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের জেল এবং এইচএসসি শিক্ষার্থী মোজাম্মেলকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ইউএনও ওয়ালীউল হাসান জানান, ওই স্কুলছাত্রী বৃহস্পতিবার সন্ধ্যার পর মদন পৌর শহরের বুড়াপীরের মাজারে ওরসে গিয়েছিল। সেখানে ওই বখাটেরা স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা শুরু করলে পুলিশের ভ্রাম্যমাণ দল তাদের আটক করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।