যানবাহন মালিকদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে সাধারণ মানুষের ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকদের আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৪৬ মালিককে ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বাকিদের পর্যায়ক্রমে পরে দেওয়া হবে। এ ছাড়া একই জায়গায় জাতীয় ভূমি ব্যবহার কমিটির বৈঠক হয়। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, অধিক জনসংখ্যা ও সীমিত জমির বাংলাদেশকে একই সঙ্গে খাদ্য উৎপাদন, বাসস্থান ও শিল্পায়নের মতো জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তাই সময় এসেছে, পুরো বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা নিয়ে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের। চাষের জমি নষ্ট না করে শিল্পায়নের জন্য পৃথক জায়গা নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। দখল করা জমি উদ্ধারেরও তাগিদ দেন তিনি।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ প্রথম দফায় চার কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত প্রতিটি গাড়ির মালিককে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের ডাকা চলতি হরতাল ও অবরোধ চলাকালে বাস-ট্রাকসহ প্রায় এক হাজার ৮০০ যানবাহন পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ৮২৩টি গাড়ির মালিক আর্থিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ইকবাল সোবহান চৌধুরী, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রহমান রাঙ্গা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কে এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।