তাহিরপুর সীমান্তে বিস্ফোরকসহ একজন আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রজনিলাইন এলাকা থেকে বিস্ফোরক ও মদসহ আবুল কাশেম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার দুপুর ১২টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে সীমান্তবর্তী রজনি লাইন গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, তাহিরপুর সীমান্তের রজনিলাইন গ্রামটি একেবারে ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত। ওই গ্রামের বাসিন্দা আবুল কাশেমের বাড়িতে শুক্রবার দুপুর ১২টার দিকে বিজিবির স্থানীয় টেকেরঘাট ফাঁড়ির কমান্ডার হাবিলদার মো. নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় তাঁর ঘর থেকে ৪৪ পিস ডেটোনেটর, ৬২ পিস পাওয়ার জেল ও ১৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়। একই সময় আটক করা হয় আবুল কাশেমকে।
সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব বিস্ফোরক দিয়ে মারাত্মক নাশকতামূলক কর্মকাণ্ড করা সম্ভব। আমরা আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ করছি। পরে তাঁকে থানায় দেওয়া হবে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।